Skip to content

একসঙ্গে মাধ্যমিকে বসল পশ্চিম মেদিনীপুরের তিন যমজ ভাই!

1 min read

পশ্চিম মেদিনীপুর,নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুরের তিন যমজ ভাই একসঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিল। মেদিনীপুর শহর লাগোয়া খয়েরুল্লাচক নেতাজি বিদ্যামন্দিরের ছাত্র তিন ভাইয়ের নাম সাগ্নিক, সৈকত এবং সম্রাট। বাবা প্রবীর দাশগুপ্ত এবং মা মনিকা দাশগুপ্ত। এবারে খয়েরুল্লাচক নেতাজি বিদ্যামন্দিরের পরীক্ষাকেন্দ্র পড়েছে নয়াগ্রাম হাই স্কুলে। বাবা স্বাস্থ্য কর্মী। কর্ম সূত্রে ব্যস্ত থাকায় তাই একটি টোটো ভাড়া করে মাকে সঙ্গে নিয়ে প্রায় সাত কিলোমিটার দূরে নয়াগ্রাম হাই স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল তিন যমজ ভাই। তাদের মা মনিকা দাশগুপ্ত বলেন, ‘‘তিন জনের একসঙ্গে জন্ম। একসঙ্গে তিন জনকে সামলাতে হিমসিম খেতে হয় আমাকে। আজ কিছুটা স্বস্তি পেলাম। জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে তিন ভাই। দেখতে দেখতে কত বড় হয়ে গেল ওরা!’’ তারই সাথে বলেন ‘‘তিন ছেলেই পড়াশোনায় ভাল। মাধ্যমিকে প্রত্যেকেই ভাল ফল করবে, আশা করছি।’’

Latest