Skip to content

জন্মদিনে বন্ধুকে সারপ্রাইজ় দিতে গিয়ে মৃত্যু দু’জনের, আশঙ্কাজনক দুই!

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার আমশোল এলাকায় । জন্মদিনে বন্ধুকে সারপ্রাইজ়’ দেওয়ার জন্য । রাস্তার ধারে কেক-মোমবাতি সাজিয়ে ‘সেলিব্রেশন মুডে’ হাজির হয়েছিলেন সবাই । বন্ধু দেবাশিস মুর্শিদ নামের এক জনের জন্মদিন রবিবার। কর্মসূত্রে তিনি বাইরে থাকেন। কিছু দিন আগে বাড়ি এসেছিলেন। রবিবারই সকালেই তাঁর কর্মস্থলে চলে যাওয়ার কথা। তাই রাত্রি ১২টার কিছু আগে দেবাশিসের বাড়ির সামনে রাজ্যসড়কের ধারে কেক, মোমবাতি সাজিয়ে অপেক্ষায় ছিলেন চার বন্ধু। গ্রামের এক জনকে দিয়ে ‘বার্থ ডে বয়’ দেবাশিসকে ডাকতে পাঠিয়ে তাঁরা অপেক্ষা করছিলেন। তখনই দুর্ঘটনা ঘটে শনিবার রাত ১২টা নাগাদ চন্দ্রকোনা-রসকুন্ডু রাজ্যসড়কে। পিছন থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কায় মারে চার যুবককে। এ দিক-ও দিক ছিটকে পড়ে মোমবাতি, কেক। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। গুরুতর আহত অবস্থায় এক জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। অন্য জনকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতার সরকারি হাসপাতালে। এমন ঘটনায় শোকস্তব্ধ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার আমশোল এলাকা। ঘটনাস্থলে যায় গড়বেতা থানার পুলিশ। তারা জানিয়েছে,মৃত দুই বন্ধুর নাম শুভ দাস এবং বিক্রম মণ্ডল। মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আহত সৌরভ দাস। গুরুতর আহত হওয়ায় মিন্টু সরকার নামে আর এক বন্ধুকে SSKM পাঠানো হয়।

Latest