Skip to content

শালবনীর জামভেদিয়া জুনিয়র উচ্চ বিদ্যালয় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ গ্রামবাসীদের!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : জঙ্গলমহলের প্রত্যন্ত স্কুল শালবনীর জামভেদিয়া জুনিয়র হাইস্কুল। সরকারি খরচে সদ্য তৈরি হয়েছে নুতন স্কুল ভবন। আনুমানিক ৩৫ লক্ষ টাকা খরচ করে তৈরি হয় স্কুলের এই নুতন ভবনটি। তবে সেই স্কুল বিল্ডিং তৈরির ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ গ্রামবাসীদের। গ্রামবাসীদের দাবি, স্কুল বিল্ডিং তৈরি হওয়ার সময় নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে এমন সন্দেহ হয় তাদের। অভিযোগ জানানো হয় বিভিন্ন সরকারি আধিকারিকদের কাছে। কোথাও সূরাহা না পেয়ে তারা জেলাশাসককেও লিখিত অভিযোগ জানায়। খসে পড়ছে পলোশতারা , এখনই স্কুলের ছাদ থেকে চুইয়ে পড়ছে জল। হস্তান্তর হওয়ার আগেই দেখা যাচ্ছে একাধিক সমস্যা, অভিযোগের সুর টিচার ইনচার্জের গলাতেও। এমনকি এখানে বড় কোন দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কাও করছেন গ্রামবাসীরা।যদিও অভিযুক্ত ঠিকাদার সিদাম ঘোষের দাবি, সব কাজই তিনি নাকি সঠিকভাবে করেছেন। অভিযোগ শুনে দ্রুত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস পশ্চিম মেদিনীপুর জেলাপরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের। নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ হলে কন্টাকটরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র।

Latest