নিজস্ব সংবাদদাতা : পূর্বে সরকারি ব্যাঙ্কে চাকরি করার অভিজ্ঞতা রয়েছে? এখন অবসর জীবনে আবারও চাকরির সন্ধানে রয়েছেন? তা হলে খোঁজ নিতে পারেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে। কারণ এই ব্যাঙ্কের ওয়েবসাইটে সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থীকে প্রথমে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ২১ সেপ্টেম্বর বিকেল ৪টের মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র। অফিস অ্যাটেনডেন্ট পদে বেতন হবে ১৪ হাজার টাকা এবং ফিনান্সিয়াল লিটারেসি কাউন্সিলর পদে বেতন হবে ১৮ হাজার টাকা।