Skip to content

বীরভূমে গরম ঘুগনির কড়াইয়ে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু !

1 min read

নিজস্ব সংবাদদাতা : বীরভূমের ধনঞ্জয়পুরে গত সোমবার ঘটেছিলো এক মর্মান্তিক দুর্ঘটনা। দেড় বছরের ছোট্ট শিশুকে নিয়ে উনুনে ঘুগনি রান্না করছিলেন মা মানুয়ারা বেগম। শিশুটিকে রেখে উনুন থেকে গরম ঘুগনির কড়াইটি পাশে নামিয়ে ঘরের ভিতরে মশলা আনতে গিয়েছিলেন। আর তখনই ঘটে এই দুর্ঘটনা। খুব জোর একটা শব্দ হয়। আওয়াজ শুনতে পেয়ে ফিরে এসে দেখেন উনুনের পাশে রাখা ঘুগনির কড়াইটিতে পড়ে রয়েছে দুধের শিশু শেখ আকসাম। পুড়ে গিয়েছিল শরীরের ৯০ শতাংশই। বাড়ির সদস্য ও প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে শিশুটিকে প্রথমে নিয়ে যায় মুরারই হাসপাতালে। তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজে। শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে সেখানকার চিকিৎসকেরা স্থানান্তর করেন বর্ধমান মেডিক্যাল কলেজে। কিন্তু লড়াই শেষ হল শুক্রবার। সকালে বর্ধমান মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ছোট্ট শিশুটির। গোটা এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া।

Latest