Skip to content

মকর সংক্রান্তির সকালে মেদিনীপুর শহর সংলগ্ন কংসাবতী নদীতে ভীড় পূর্নার্থীদের!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মকর সংক্রান্তি দিনে পূর্ণ স্নানের জন্য নদীগুলিতে ভিড় লক্ষ্য করা গেছে । সোমবার ঘন কুয়াশাকে উপেক্ষা করেই পশ্চিম মেদিনীপুর কংসাবতী এবং সুবর্ণরেখা নদীতে ভোর রাত থেকেই লক্ষ্য করা গেছে। মেদিনীপুরের কংসাবতী নদীতে মকর স্নানে মেতেছেন পুণ্যার্থীরা। ঘন কুয়াশার মধ্যেই কংসাবতী নদীর শীতল জলে ডুব দিয়ে সংসারের মঙ্গল কামনা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মকর স্নান করতে আসা পূর্নার্থীরা। পাশাপাশি জেলা প্রশাসন কোতোয়ালি থানা পুলিশ প্রশাসন এবং মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা সতর্কতা অবলম্বন । দুর্ঘটনায় হারানোর জন্য নদীতে রাখা হয়েছে স্পিড বোট রয়েছে , দুর্ঘটনা এড়ানোর জন্য বিপর্যয় মোকাবিলার দপ্তর এর টিম। শুধু তাই নয় সারাদিন বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে দিনটি কাটাবেন বলেও জানাচ্ছেন মেদিনীপুর শহর সহ জেলাবাসী।

Latest