নিজস্ব প্রতিবেদন : নানান রঙের আলোয় সেজে উঠেছে নয়া দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। এই অক্ষরধাম মন্দিরের অন্নকূট উৎসব সারা বিশ্বের কাছে দ্রষ্টব্য। ওই দিন ভক্তেরা তাঁদের বিশ্বাসের সঙ্গে ঈশ্বরকে ভোগ নিবেদন করেন। এবছর অন্নকূট উৎসবে ১,২২১ জন নিরামিষাসী সাত্ত্বিক ভক্ত অক্ষরধাম মন্দিরের বিগ্রহকে ভোগ অর্পণ করবেন।স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের অন্নকূট উৎসব সারা বিশ্বের কাছে দ্রষ্টব্য। ওই দিন ভক্তেরা তাঁদের বিশ্বাসের সঙ্গে ঈশ্বরকে ভোগ নিবেদন করেন। এবছর অন্নকূট উৎসবে ১,২২১ জন নিরামিষাসী সাত্ত্বিক ভক্ত অক্ষরধাম মন্দিরের বিগ্রহকে ভোগ অর্পণ করবেন। অক্ষরধাম মন্দির কর্তৃপক্ষের মিডিয়া বিভাগের এক স্বেচ্ছাসেবক দিব্যাং ধমেলিয়া বলেন, “অক্ষরধাম মন্দিরটি প্রাচীন ভারতীয় সংস্কৃতি এবং ধর্মের চিরন্তন প্রবাহ রক্ষা করে। এখানে প্রতিটি উৎসব জাঁকজমক এবং উৎসাহের সঙ্গে পালিত হয়।” অন্নকূট উৎসবের পাশাপাশি লক্ষ্মী পুজো, গণেশ পুজো, হনুমান পুজো ইত্যাদির মতো ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানগুলিও হিন্দু রীতিনীতি অনুসারে পরিচালিত হয়।