Skip to content

দুই ম্যাচ খেলেও ঝুলিতে শূন্য, চিন্তায় লাল-হলুদ সমর্থকেরা!

1 min read

কলকাতা, নিজস্ব সংবাদদাতা : ইন্ডিয়ান সুপার লিগের গত মরসুম ছিল ইস্টবেঙ্গলের ইতিহাসে সেরা পারফরম্যান্স। লাল-হলুদের হয়ে দুর্দান্ত কেটেছে প্রথম মরসুম কোচ কার্লেস কুয়াদ্রাতের। এবছর নতুন মরসুমে আরও কিছু টপক্লাস প্লেয়ার সই করিয়েছেন। কিন্তু প্রথম কয়েক ম্যাচে জয়ের মুখ এখনো দেখা হয়নি। লিগ শুরু হয়েছিল বেঙ্গালুরু এফসির কাছে হার দিয়ে। কোচ কার্লেস যেন টিমটাই গুছিয়ে উঠতে পারেননি। এই দিন কেরালার ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্স ম্যাচের ৬০ মিনিটে পরিবর্ত হিসেবে নামানো তরুণ ফুটবলার পিভি বিষ্ণুর গোলেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। গোল পাওয়ার পরেই ৬৩মিনিটে গোল করে সমতা ফেরান কেরালার নোয়া। ম্যাচের ৮৮ মিনিটে ইস্টবেঙ্গলের কফিনে শেষ পেরেকটি পুতেঁন কেরালা ব্লাস্টার্সের বিদেশি প্লেয়ার পেপরা। কুয়াদ্রাতের অধীনে ইস্টবেঙ্গল জিতেছে কলিঙ্গ সুপার কাপ। এমনকি হয়েছে ডুরান্ড কাপ রানার্সও। সামনে এখনো অনেক ম্যাচ বাকি কোচ কার্লেস পারবে কি ইস্টবেঙ্গলের পুরানো গৌরব ফিরিয়ে আনতে ?

Latest