পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : কেন্দ্রীয় সরকারের নতুন আইনকে কালা আইন আক্ষা দিয়ে মেদিনীপুরে স্টিয়ারিং ছাড়ো আন্দোলনে সামিল হলেন প্রায় ৬০০ চালক। অল ড্রাইভার ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে আজ বাস,লরি ও ছোট গাড়ির প্রায় ৬০০ চালক আন্দোলনে নামলো। যতক্ষন না আইন প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ তারা স্টিয়ারিং ধরবেন না বলে জানালেন আন্দোলনকারী চালকেরা।কিন্তু হঠাৎ কেন চালকরা ধর্মঘটে গেলেন? চালকদের দাবি, এবার কেন্দ্রীয় সরকার যে আইন এনেছে তা ভয়ঙ্কর। সেই আইন প্রত্যাহার না করলে বাস চালাবেন না। কী সেই আইন? ভারতীয় দণ্ড সংহিতার নয়া আইনে হিট এন্ড রানের যে সংস্থান রয়েছে তা নিয়েই আপত্তি। ব্রিটিশ আমলে তৈরি ইন্ডিয়ান পেনাল কোড বাতিল করে এবার কার্যকর হবে দণ্ড সংহিতা। পথ দুর্ঘটনার ক্ষেত্রে নতুন সাজার ব্যবস্থা করা হয়েছে সেখানে। বলা হয়েছে, হিট এন্ড রানের ক্ষেত্রে কারও মৃত্যুর পর যদি গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান, তাহলে ৭ থেকে ১০ বছরের সাজা হবে তাঁর। ৭ লক্ষ টাকা জরিমানাও গুনতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানালেও এই সাজার মুখে পড়বেন গাড়ি চালকরা। অথচ এর আগে হিট অ্যান্ড রানের ঘটনায় আলাদা করে কোনও শাস্তির উল্লেখ ছিল না।