পশ্চিম মেদিনীপুর, সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরে মল্লিক চকে অবস্থিত রাজা রামমোহন চিলড্রেন অ্যাকাডেমী পরিচালনায়। ঋতুপর্ণা সাহা স্মৃতির উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও আবৃতি ,নৃত্য, সংগীত ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল আগামী ১৭ই জুন ২০২৪ এ। প্রতিযোগিতায় অংশ নিয়ে ছিলো প্রায় ৫০০ কচিকাঁচার। আর এই প্রতিযোগিতার প্রাইজ বিতরণের অনুষ্ঠান হল বৃহস্পতিবার ৫ই সেপ্টেম্বর, ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, ভারতে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। তার জন্মদিনে প্রতিযোগিতার হাতে সার্টিফিকেট ও ট্রফি তুলে দেওয়া হয় সকল প্রতিযোগিতাকে। এই দিন রাজা রামমোহন চিল্ড্রেন একাডেমির ইংলিশ মিডিয়াম স্কুলের সভাপতি ডক্টর কাঞ্চন কুমার ধারা হাত দিয়ে প্রদীপ প্রদীপ প্রজ্জ্বলন মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এই দিন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিযোগিতাদের মধ্যে উৎসাহ দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজা রামমোহন চিলড্রেন্স একাডেমির ইংলিশ মিডিয়াম স্কুলের সভাপতি ডক্টর কাঞ্চন কুমার ধারা, শিশু ডক্টর সন্ধ্যা ধারা, স্বর্গীয় ঋতুপর্ণা সাহার মেয়ে তপন সাহা, মলয় রথ (সমাসসেবী), রাজীব দাস মেদিনীপুর আর্ট অ্যাকাডেমির চিত্রশিল্প, শান্তি দত্ত (আইনজীবী) আতাউল গাউস (শিল্পী)' দিব্যেন্দু সেনগুপ্ত,(আট অ্যাকাডেমির চিত্রশিল্পী)সহ বিশিষ্ট ব্যক্তিগণ।