Skip to content

সাতসকালেই পেট্রোল পাম্পে লম্বা লাইন!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পাম্পে না তেল মিলবে না। ছড়িয়ে পড়েছে গুজব। আর তার জেরে সবাই ছুটে চলেছেন পেট্রোল পাম্পে। সব পেট্রোল পাম্পেই লম্বা লাইন। এখুনি তেল ভরতে হবে। নাহলে যে চলতে পারবেন না। এই হুড়োহুড়িতে বিপাকে পড়েছেন পাম্পের কর্মীরাও। বুধবার এমনই দৃশ্য দেখা গেল মেদিনীপুর শহরের পাম্পগুলিতে।কিন্তু হঠাৎ কেন এমন হল? এর কারণ, ট্রাক চালকদের ধর্মঘট। তার জেরে বন্ধ ছিল পন্য পরিবহন। তাহলে তেল আনবে কে? তা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। তবে ট্রাক ধর্মঘট অবশ্য উঠে গিয়েছে মঙ্গলবার রাতেই। কারণ, একটি আইন। যে আইন কার্যকর করার বিরোধীতায় আন্দোলনে নামেন ট্রাক চালকরা। আন্দোলনের পর অবশ্য আইনটি কার্যকর করার আগে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এর পরই ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় সংগঠনগুলি। উঠে যায় দেশজুড়ে ট্রাক চালকদের ডাকা ধর্মঘট। মঙ্গলবার রাতেই হরতাল তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় ট্রাক সংগঠনগুলি।

0:00
/1:26

Latest