নিজস্ব সংবাদদাতা : গত রবিবার ২১ জুলাইয়ের সমাবেশ থেকে তৃণমূলে শুদ্ধকরণের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়েছিলেন, দল যেখানে জিতেছে, সেখানে মানুষকে ধন্যবাদ জানাতে। আর যেখানে হেরেছে, সেখানে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। এবার সেই নির্দেশ মেনে মালদহ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা বুধবার অনুগামীদের নিয়ে নিজের এলাকায় ‘শুদ্ধকরণ যাত্রা’ শুরু করলেন। জনসংযোগ করেন নিজের ওয়ার্ডের বাচামারি এলাকায় । শত্রুঘ্ন বর্মা বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। আমরা তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী। পাশাপাশি কেন আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সাধারণ ভোটারেরা, সে বিষয়ে আমরা পর্যালোচনা করছি। আগামী দিনে যেন এই ভোটারেরা আমাদের পাশে থাকেন, কোনও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হলে আমাদের জানান। আমরা তাঁদের পাশে সব সময় রয়েছি।’’