নিজস্ব প্রতিবেদন : একের পর এক গানে ঝড় তোলেন অরিজিৎ সিং। চণ্ডীগড়ের কনসার্টের দৃশ্যটাও ঠিক এরকমই ছিল।অরিজিৎ তাঁর ঝুলি থেকে বের করছেন একের পর এক গান। সেই গান শুনে একেবারে উচ্ছ্বসিত উপস্থিত দর্শক। উল্লাস ছিল একেবারে চোখে পড়ার মতো। অরিজিৎ বরাবরই মঞ্চের উপর কোনও রকম অতিরঞ্জিত জিনিস পছন্দ করেন না, সেরকমই ভক্তদের মাত্রাতিরিক্ত উন্মাদনাও একেবারে না । চণ্ডীগড়ের শোয়ে ছিল থিকথিকে ভিড়। গান গাওয়ার মধ্যেই মেজাজ হারালেন অরিজিৎ সিং। কনসার্ট চলাকালীনই স্টেজের উপর হাঁটু মুড়ে বসে পড়েন। আর তীব্র কণ্ঠে বলে ওঠেন, 'এখানে গান গাইতে এসেছি, অনেকক্ষণ ধরেই এসব দেখছি। আমি কিন্তু, এগুলো করতে এখানে আসিনি'।ভক্তদের শান্ত করতে অটোগ্রাফও দিচ্ছিলেন অরিজিৎ সিং। যা মোটেই ভালোভাবে মেনে নেননি সেখানে উপস্থিত এক ভদ্র মহিলা। তাঁর বক্তব্য, এসব বন্ধ করে গানের দিকে সম্পূর্ণ মনোনিবেশ করুন। তাঁর সঙ্গে সহমত পোষণ করেছেন গায়ক স্বয়ং। বেশ কড়া ভাষাতেই অরিজিৎ বলেন, 'এখানে যে মহিলা রয়েছেন উনি এগুলো বন্ধ করে গান গাইতে বলছেন। আমি কিন্তু, তাঁর সঙ্গে একদম সহমত'। এরপর হাতে তাকা রুমালটি সরিয়ে রেখে অরিজিৎ বলেন, অনেকক্ষণ ধরেই আমি এগুলো করছি। কিন্তু, মনে রাখতে হবে যে আমি এখানে গান গাইতে এসেছি। এসব করতে আসিনি। তাই অনুরোধ করছি আপাতত এগুলো বন্ধ করুন। কাউকে বারণ করতে পারছিলাম না।
https://www.instagram.com/p/CzQApnBpU8n/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again