Skip to content

পদ্মশ্রী পেলেন বীরভূমের রতন কাহার!

1 min read

নিজস্ব সংবাদদাতা : রতন কাহার মূলত ভাদুগানের শিল্পী। ভাদুগান গেয়েই তাঁর গানের দুনিয়ায় পথচলা শুরু হয়েছিল। বীরভূমের সিউড়ির বাসিন্দা তিনি। ১৯৭২ সালে তাঁর গান প্রথম রেডিওতে রেকর্ড করা হয়। সেসময় পারিশ্রমিক হিসাবে রতন কাহার পেয়েছিলেন ৭৭ টাকা ১৫ পয়সা। পরবর্তী সময়ে বিভিন্ন ধারার লোকগান গেয়েছেন রতন কাহার।ঘোষণা করা হয়েছে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। এরাজ্য থেকে একাধিক শিল্পী ‘পদ্ম’ পুরস্কারে সম্মানিত। কেউ পদ্মশ্রী, কেউ পদ্মভূষণ, আবার কেউ পদ্মবিভূষণ পাচ্ছেন। পদ্মশ্রী পুরস্কার পেলেন লোকসংগীত শিল্পী রতন কাহার। তিনি ‘বড়লোকের বেটি লো লম্বা লম্বা চুল’ গানের স্রষ্টা। এই গানটি শোনেননি এমন মানুষ হয়তো খুব কম পাওয়া যাবে বাংলায়। এমনকি এই গানের রিমিক্সও হয়েছে। তা জনপ্রিয়তাও পেয়েছে। কিন্তু এই গানের স্রষ্টা কে, তা অনেকেই জানেন না। বীরভূমের রতন কাহার এই গানের স্রষ্টা। যিনি প্রচারের আলো থেকে সবসময় দূরেই রয়েছেন। অবশেষে তিনি তাঁর প্রাপ্য সম্মান পেলেন।পরবর্তী সময়ে বিভিন্ন ধারার লোকগান গেয়েছেন রতন কাহার। ভাদু ছাড়াও টুসু, ঝুমুর, আলকাব গানেও খ্যাতি রয়েছে রতন কাহারের। এখনও পর্যন্ত ২৫০টি গান লিখেছেন তিনি। যার মধ্যে জনপ্রিয় ‘বড়লোকের বিটি লো’।


Latest