নিজস্ব সংবাদদাতা : ভাইফোঁটার দিনে অভিনব সাজা নিয়ে দুর্গাপুরের রাস্তায় হাজির হয়েছিল দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ। কপালে চন্দন আর মাথায় হেলমেট পরিয়ে ভাইফোঁটা পালন দুর্গাপুরে ৷ খাওয়ানো হল মিষ্টি। ভাইফোঁটার সকালে দুর্গাপুরের ভগৎ সিংহ মোড়ে ট্রাফিকের মহিলাকর্মীদের সঙ্গে নিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের অভিনব সাজা দিল দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ। দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের কর্তা বিনয় লায়েক বলেন, "রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে আসানসোল-দুর্গাপুরজুড়েও হেলমেটবিহীন বাইক চালকদের দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর মুখে পড়তে হয়। সেই দুর্ঘটনা রোধ করতে রাজ্য প্রশাসন একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তারই একটি অঙ্গ হিসাবে ভ্রাতৃদ্বিতীয়ার সকাল থেকে হেলমেটবিহীন চালকদের ভাইফোঁটার মাধ্যমে সচেতন করা হচ্ছে। আমাদের আশা এই কর্মসূচির পর মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। ভাই ফোঁটার সকালে হেলমেট পরিয়ে ভালো থাকার পরামর্শ দিলেন ট্রাফিক গার্ডের মহিলা কর্মী ও আধিকারিকেরা।