Skip to content

সাম্প্রতিক সময়ে দেশের নানা জায়গায় ট্রেন জেহাদের ষড়যন্ত্র!

1 min read

নিজস্ব সংবাদদাতা :  কখনও রেললাইনে কংক্রিটের স্ল্যাব, তো কখনও লাইনের ফিসপ্লেট খুলে রাখা, আবার কখনও রেললাইনের ওপর সিলিন্ডার। সম্প্রতি দেশের নানা জায়গায় এইরকম ঘটনা ঘটেছে। সাম্প্রতিক ঘটনার নিরিখে ট্রেন জেহাদের ষড়যন্ত্র প্রকাশ্যে এসেছে। এবার মধ্যপ্রদেশে একটি ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, সেনা জওয়ানদের ট্রেনে বিস্ফোরণ ঘটানোর ষড়যন্ত্র করেছিল দুষ্কৃতীরা। যদিও চালকের সতর্কতায় ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।সূত্রের খবর, গত ১৮ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীর থেকে কর্নাটক যাচ্ছিল সেনাবাহিনীর স্পেশাল ট্রেন। যাত্রাপথে দুপুর ১.৪৮ নাগাদ মধ্যপ্রদেশের নেপানগর বিধানসভা এলাকার সাগফাতা স্টেশনে ঘটে এই দুর্ঘটনা। যেখানে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ডিটোনেটরের সাহায্যে ট্রেনে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে। রেললাইনে ফেলে রাখা ডিটোনেটরের উপর থেকে ট্রেন যাওয়ার সময় জোরদার বিস্ফোরণ ঘটে। এই পরই ট্রেন থামিয়ে দেন চালক। যার জেরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় দেশের সেনা জওয়ানদের নিয়ে যাওয়ার জন্য স্পেশাল ট্রেনটি।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রেললাইনের উপর ১০টি ডিটোনেটর লাগানো হয়েছিল। এই সব ডিটোনেটর সাধারণত খনিতে ব্যবহার করা হয়। এগুলো মারাত্মক ক্ষমতাসম্পন্ন। যদিও ঘটনায় কারও কোনও ক্ষতি হয়নি।তবে ট্রেনটি সেনার স্পেশাল ট্রেন হওয়ায় মামলার তদন্তে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন আধিকারিকরা।

Latest