Skip to content

শালবনি ব্লকের বাঁকিবাঁধ অঞ্চলের সৈয়দপুরে শারদীয়ার বস্ত্রবিতরণ কর্মসূচি !

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : পশ্চিম মেদিনীপুরে শালবনি ব্লকের বাঁকিবাঁধ অঞ্চলের সৈয়দপুরে শারদীয়ার বস্ত্রবিতরণ অনুষ্ঠান হলো। পিছিয়ে পড়া দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে বিনামূল্যে নানা পরিষেবা দিয়ে আসছে । সারা বছরই নানা রকম কর্মসূচি পালন করে থাকেন এই সংস্থার সদস্যরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার মাননীয়া বিধায়িকা জুন মালিয়া ,শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল_সিংহ,মেদিনীপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি সন্দীপ সিংহ ও শালবনি ব্লকের বাঁকিবাঁধ অঞ্চলের নেতৃত্ব বৃন্দরা।

May be an image of 12 people, temple, picnic and text

Latest