Skip to content

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, তার আগে হেলিকপ্টারের মহড়া হয়ে গেল মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট ময়দানে!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : আগামী ৪ই মার্চ এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ৫ই মার্চ প্রশাসনিক সভা তার আগে হেলিকপ্টারের মহড়া হয়ে গেল কলেজ কলেজিয়েট ময়দানে অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ডে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন মেদিনীপুরে ৫ই মার্চ মেদিনীপুর কলেজ কলেজের মাঠে তিনি প্রশাসনিক সভা করবেন এবং সেখান থেকে তিনি একাধিক প্রকল্পের শিলান‍্যাস উদ্বোধন এবং জেলাবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। তার আগের মুহূর্তে চূড়ান্ত তৎপরতা পুলিশের। হেলিকপ্টারে মহড়া হলো শনিবার দুপুরে।আগামী আগামী ৪ই মার্চ বিকেলে হেলিকপ্টারে মেদিনীপুরে এসে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠে অস্থায়ী তৈরি হয়েছে হেলিপ্যাড। সেই হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে করে নামার কথা।হেলিকপ্টার থেকে নেমে তিনি সড়ক পথ দিয়ে পৌঁছবেন মেদিনীপুর সার্কিট হাউসে। সেখানেই করবেন রাত্রিযাপন, প্রশাসন সূত্রে এমনটাই জানা গিয়েছে।

Latest