পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : প্রচন্ড গরম, তীব্র দাবদাহে নাজেহাল মানুষ। এমন পরিস্থিতিতে গ্রীষ্মকালীন রক্তের সংকট দেখা দিয়েছে ঘাটাল ব্ল্যাড ব্যাংকে। তাই রক্তের চাহিদা বাড়তে পারে ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারীর ওরফে দেব এর উদ্যোগে আজ দলপতিপুরের স্বয়ম্বর লজে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আর পাঁচটা নেতার থেকে তিনি একদমই আলাদা। এর নজির এর আগেও বহুবার দিয়েছেন দেব। আর সেই একই পথে হেঁটে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার দিনে রক্তদান শিবিরে রক্ত দান করে আরেকটি নজির গড়লেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব। এর পাশাপাশি দেব জানান যেভাবে দিন দিন গরম বাড়ছে তাতে নিজেদের এলাকার চারিদিকে গাছ লাগানো দরকার। লোকসভা নির্বাচনের মরশুমে নানা পদক্ষেপ করতে দেখা যাচ্ছে প্রত্যেক রাজনৈতিক দলগুলিকে। কেউ প্যারোডি আনছে, কেউ হেল্পলাইন নম্বর নিয়ে আসছে। আবার তার সঙ্গে রয়েছে নানা প্রতিশ্রুতি। তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হল, তৃণমূল কংগ্রেসের ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী এই চেনা ছকে হাঁটেননি। বরং মানুষের কাজ যাতে তাঁদের উপকার হয় সেই পথেই হাঁটলেন। হ্যাঁ, দীপক অধিকারী যেমন ঘাটাল মাস্টারপ্ল্যানকে বাস্তবায়িত করার কাজ করেছেন তেমনই মানুষের স্বার্থে বড় কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।প্রচুর রক্তর প্রয়োজন রয়েছে । প্রতিদিন রক্তর প্রয়োজন রয়েছে। মানুষ সেবাই পরম ধর্ম। রক্ত ঝরাবেন না, রক্তদান করুন। 'চলতি বছর রেকর্ড গরম পড়েছে আর এই গরম থেকে বাঁচতে গাছ লাগানোটাই একমাত্র সমাধান বলে মনে করছেন দেব । সেইসঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, ২০২৪ এর লোকসভা ঘাটাল নির্বাচনে প্রার্থী দেব যত ভোট পাবেন, সেই পরিমাণই গাছ লাগাবেন। দেব বলেন,'গত কয়েক বছরে এত গরম পড়েনি এপ্রিল মাসে। তাই আমি উদ্যোগ নিয়েছি। এই ঘাটাল কেন্দ্রে আমি যত ভোট পাব ততগুলো গাছ লাগাবো।