পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ২০১৪ এবং ২০১৯, পর পর দু’বার ঘাটাল লোকসভা আসন থেকে জয় লাভ করেছিলেন অভিনেতা দীপক অধিকারী ।।২০২৪ লোকসভা নির্বাচনের ঘাটাল প্রার্থী হিসাবে ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।। তবে মাস কয়েক আগে গরুপাচার কাণ্ডে নাম জড়ায় তারকার। এরপরই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন দেব, কিন্তু দিদির কথায় সিদ্ধান্ত বদল করে তৃতীয়বার ঘাটাল থেকে লড়াই করেন দেব। যে ঘাটাল মাস্টার প্ল্যান দেবের স্বপ্ন, তা বাস্তবায়িত করবে রাজ্য, এই আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপারস্টার দীপক অধিকারী ওরফে দেবের বিরুদ্ধে বিজেপির তুরুপের তাস ছিল অভিনেতা তথা বিধায়ক হিরণ। বিজেপি হিরণ-দেবের সম্পর্ক ‘মসৃণ নয়’। সেটাই কাজে লাগাতে চেয়েছিল। কিন্তু দেবের গর্জনের সামনে মঙ্গলবার ঘাটালের জনগণের আশীর্বাদে ফিকে হয়েছে হিরণ । ঘাটালে বড় জয় তৃণমূলের। জয়ী দেব। লোকসভা ভোটে এবার তারকা কেন্দ্র ঘাটাল। দেব ও হিরণের লড়াইতে নজর ছিল গোটা বাংলার। বিজেপি প্রার্থী এবং সহকর্মী হিরণ তথা হিরণ্ময় চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী দেব। সকাল থেকেই গণনায় দুই অভিনেতার হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। কখনও এগিয়ে থেকেছেন দেব তো কখনও হিরণ। প্রচারেও দেখা গিয়েছে জোর টক্কর। তবে শেষ হাসি হাসলেন দেব। উনিশের ধারাই বজায় রাখলেন। ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে বড়সড় ভোটের ব্যবধানে জয়ী হলেন তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। তিনি পেয়েছেন ৮ লক্ষ ৩৭ হাজার ৯৯০টি ভোট। দেব জিতেছেন ১ লক্ষ ৮২ হাজার ৮৬৮ ভোটে। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় পেয়েছেন ৬ লক্ষ ৫৫ হাজার ১২২টি ভোট।